পেঁয়াজের দামের উপর নিয়ন্ত্রণ আনতে রাশ টানা হলো রফতানিতে

সারা দেশ জুড়ে পেঁয়াজের রফতানির উপর কড়াকড়ি নিয়ম করলো কেন্দ্রীয় সরকার ।এই হিসাবে রফতানির জন্য যে পেঁয়াজ ২৯ সে অক্টোবর আমদানি কর্তৃপক্ষের কাছে জমি দেওয়া হয়েছে এবং সেই গুলি নথিভুক্ত হয়েছে ,সেই গুলি ৩০ সে নভেম্বর অব্দি বিদেশ পাঠানো যাবে বলে স্পষ্ট করলো তারা ।