পেট্রল ডিজেলের দাম পরিবর্তন না হলেও এই অগাস্ট থেকেই দেশের বিমান জ্বালানি (এটি এফের ) দাম ৩% বাড়ানো হলো । কলকাতা তে প্রতি কিলো লিটারে তা হয়েছে ,৯৫,১৬৫ টাকা । মুম্বাই য়ের দাম ৮৬,০৭৭ টাকা । এর আগে জুলাইয়ে পণ্যটির দাম ৭.৫% বেড়েছিল ।
পেট্রোলের দাম না বাড়লেও এই আগস্টে বিমানের জ্বালানীর দাম বাড়লো
On: Saturday, August 2, 2025 10:36 AM






