পেলের সঙ্গে মেসির তুলনা হাস্যকর

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ব্রাজিল  ফুটবল   দলের  কোচ  তিতে   গতকাল  ফুটবল  সম্রাট  পেলের  ১০০০  তম   গোলের  ৫০ বৎসর  পূর্ত্তি  উপলক্ষে  এক  সাক্ষাৎকারে  বলেন  সম্রাট  পেলের  বলেন  বর্ত্তমানের   পরিপ্রেক্ষিতে  মেসি  অন্য  ফুটবলারারদের  থেকে  এগিয়ে । কিন্তু  পেলে  সর্বকালের  সেরা। ওর  মধ্যে  আজ ও  অব্দি  কেউ  কোন  খুঁত   খুঁজে  পায়নি।