খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে মুম্বাই ১৬.১ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করার পর রোহিত আউট হন। এবার শুরু হয় পোলার্ড ও পাণ্ড্যর দুরন্ত ব্যাটিং। শেষ ৪ ওভারে তারা যোগ করেন ৮৯ রান। পোলার্ড শেষ ৩ বলে ৩ টি ছক্কা মারেন।পাণ্ড্য করেন ১১বলে ৩০ রান। এরপর ব্যাট করতে নেমে পাঞ্জাব ২০ ওভারে ১৪৩ রান করে ৮ উইকেটের বিনিময়ে এবং ৪৮ রানে হেরে যায়। ব্যাটিং এ পুরান ৪৪ রান করেন। অন্যরা মোটামুটি ব্যর্থ। পোলার্ড ম্যান অফ দ্য ম্যাচ হন।
রাজ্য
সল্টলেকের এসএসসি ভবনের সামনে শ্লোগান উঠলো চাকরিহারা শিক্ষক দের
গতকাল দিন ভর এসএস সি ভবনের সামনে গার্ডরেলের দুই পাশে যোগ্য এবং অযোগ্য শিক্ষকেরা ( তালিকা তে নাম না থাকা এবং থাকা ) দুই...