উদ্বোধনের দিন বন্দে ভারত এক্সপ্রেস সরকারি সাফল্য কে প্রচার করার জন্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ১৬ টি স্টেশনে থাম বে মূলত সরকারি ভাবে সাফল্যের প্রচার কে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ।হাওড়া থেকে ট্রেনটিছেড়ে থামবে ডানকুনি ,কামারকুন্ড ,মশাগ্রাম ,বর্ধমান ,খানা জনশন ,বোলপুর ,আহমেদপুর ,সাঁইথিয়া ,রামপুরহাট ,ছাতরা ,মালদহ (শহর ),মুকুরিয়া জনশন,বার্সাই ,কিষাণ গঞ্জ,আলুয়া বাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি । তবে চালু হলে তিনটি স্টেশনেই থামবে তা হলো বোলপুর ,মালদা বার্সাই।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...