প্রধানমন্ত্রীর পর্তুগাল যাত্রা বাতিল করা হলো

অতিমারীর কারণে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  ভারত -ইউরোপীয় উনিয়নে  শীর্ষ সম্মেলনে  যোগ দিতে পর্তুগাল যাত্রা বাতিল করা হলো। তবে  আগামী ৮ মে  ওই সম্মেলন টি হবে ভিডিওর মাধ্যমে এর পরেই ফ্রান্সে  সফর করার কথা ছিল মোদির ।বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে ওই একই কারণে পিছিয়ে যেতে পারে ওই যাত্রা ।কূটনৈতিক শিবিরের বক্তব্য  বছরের এই প্রথম ভাগে  করোনার কারণে এই বছরের প্রথম অর্ধে  বিদেশ সফরে অনিশ্চয়তা লেগেই থাকবে ।