জরুরি অবস্থার পাঁচ দশক পূর্তি উপলক্ষে অমিত শাহ প্রকাশ করলেন , প্রধানমন্ত্রীর লেখা বই দি এমার্জেন্সি
ডায়রি । সেইখানে বলা হয়েছে গ্রেপ্তারি এড়াতে কখনো তিনি সন্ন্যাসী,কখনো শিখ এবং কখনো হিপি সাজে গুজরাটের আরএস এস য়ের নেতৃত্বের লেখা গোপনে সংগ্রহ করে গোপনের ছাপাখানা তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন । জরুরি অবস্থার ২১ মাস তিনি ধৃত আরএসএস য়ের পরিবার কে টাকা দিয়ে সাহায্য করতেন ।সঙ্ঘ প্রচারক হিসাবে বিরোধী আন্দোলনের খবর সংগ্রহ করে জায়গা মত পৌঁছে দেওয়া তার কাজ ছিল ।