প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ৭৫ টাকার মুদ্রা ও ডাক টিকিট

নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে গতকাল বিশেষ ডাক টিকিট ও ৭৫ টাকার মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ।নতুন লোকসভা কক্ষে দাঁড়িয়ে তিনি এই গুলি প্রকাশ করেন ।৭৫ টাকার মুদ্রার এক দিকে রয়েছে সংসদ ভবনের ছবি অন্য দিকে অশোক স্তম্ভ , অন্য দিকে সংসদ ভবনের ছবির সাথে ২০২৩ শাল ও লেখা আছে ।অশোক স্তম্ভের সাথে ভারত ও ইন্ডিয়া লেখা ও টাকার চিহ্ন ।