প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক আগামী সপ্তাহে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাজনৈতিক সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন আগামী ২২ সে নভেম্বর ফিরবেন ২৫ সেনভেম্বর ।রাজনৈতিক সূত্র বলছে দিল্লি তে থাকাকালীন তার সাখ্যাতকারের সম্ভাবনা আছে প্রধান মন্ত্রীর সাথে ।বিশস্ত সূত্রে থেকে জানা যাচ্ছেআলোচনার মূল বিষয় হলো বিভিন্ন খাতে রাজ্যের মূল বকেয়া টাকা আদায় করা ও সীমান্ত লাগোয়া জেলাতে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি ।বিরোধীরা মনে করছেন আগামী ৫ রাজ্যের নির্বাচনে বিজেপি কে সুবিধা দিয়ে তাদের দলের নেতাদের সিবিআই ও ইডির গ্রাস বার করে আনার একটি কৌশল রয়েছে ।