প্রধান মন্ত্রীর হাত ধরে ২৮ সে মে উদ্বোধন হলো নতুন সংসদ ভবনের

আজ সকাল ৭ টার কিছু পরে নবনির্মিত সংসদ ভবনের চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।প্রথমে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি তার পরে অংশ নেন পুজো ও যোগ্যে ।এর পর ভাষণে তিনি বলেন স্বাধীনতার ৭৫ বছরে দেশ বাসীকে উপহার এই সংসদ ভবন ,তিনি বলেন এই সংসদ ভবন শুধু একটি ভবন নয় এটি ১৪০ কোটি মানুষের প্রতিবিম্ব ।তিনি বলেন ২৮ সে মে তারিখ টি দেশের উন্নয়নের সাথে জুড়ে গেলো ।