রেলের প্রবীণ যাত্রীদের ছাড়ের সুবিধা ফেরানোর দাবিতে বিভিন্ন মহল থেকে একাধিকবার আর্জি জানানো হলেও ,এখন অব্দি ছাড় মেলেনি ।২০২০-২০২২ শালের মধ্যে দুটি আর্থিক বছরে বয়স্ক দের ছাড় তুলে দিয়ে রেলের মোট আয় হয় ৩৪৬৪ কোটি টাকা । করোনা কাটিয়ে দেশ আবার ছন্দে ফিরলেও মহিলা যাত্রীদের ৫০ এবং পুরুষ যাত্রীদের ৪০% ছাড় এখনো মেলেনি ,আর ৬০ বছর তার বেশি বয়েসী রুপাত্বর কামি যাত্রীদের ও ছাড় এখনো মেলেনি ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...