প্রযুক্তি ব্যবহারে জোট বাঁধল তিন দেশ

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চিনা   প্রযুক্তি  ব্যবহারের  ফলে  দেশের  তথ্য  নিরাপদ  কিনা  এই  নিয়ে  বিতর্ক  পৃথিবী  জুড়  ইতি  মধ্যেই  বহু  চীনা   এপ  ও  মোবাইল  প্রযুক্তি  নিষিদ্ধ  করেছে  ভারত।  সম্প্রতি  এক  ওয়েভ   মিনারে  ভারত  আমেরিকা  ও  ইজরায়েল  এই  তিন  দেশ  প্রযুক্তির  নিরাপত্তা  সুনিশ্চিন্ত করতে  হাত  মেলাল। তিন  দেশের  সরকারি  কর্তা   ও  রাষ্ট্র  দূতেরা  প্রযুক্তি  সংক্রান্ত  বৈঠকে  আলোচনা  করেন  কৌশল  গত  ক্ষেত্রে  পারস্পারিক   সহযোগিতা  এবং  স্বচ্ছ  বিশ্বাস এবং  নিরাপদ  ৫ জি  প্রযুক্তি  ব্যবহার  নিয়ে।