প্রশান্ত কিশোর ক্ষোভ প্রকাশ করলেন সিএএ ও এনআরসি নিয়ে কংগ্রেসের ভূমিকা তে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  সিএএ  ও এনআরসি বিরোধী আন্দোলন নিয়ে সর্বভারতীয় কংগ্রেস কে বিঁধলেন জেডিইউ  সহ  সভাপতি  ও ভোট গুরু প্রশান্ত  কিশোর । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে একটি টুইট করে তিনি বলেন  দেশের নাগরিকদের এত  বড় লড়াইয়ে  মূল বিরোধী দল  কে  রাস্তায় দেখা  যাচ্ছে না । এই প্রসঙ্গে  তিনি এর  আগেও  বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছিলেন তবে নীতিশ কুমার গতকাল তার অবস্থান স্পষ্ট  করে দিয়েছে ।