খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রাক্তন মারুতি কর্তা জগদীশ খট্টরের বিরুদ্ধে ১১০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছে সিবিআই । সিবিআইয়ের দাবি পিএনবি অনুমোদন ছাড়াই তাদের কাছে গচ্ছিত পণ্য বিক্রি করেছিল খট্টরের সংস্থা কার নেশন অটো । ব্যাঙ্কের আধিকারিকরা ও সিবিআইয়ের আতশ কাঁচের তলায় আছেন ,উল্লেখ্য অবসর নেয়ার পরে ২০০৯ সালে অবসর নেয়ার পরে পিএনবি থেকে ১৭০ কোটি কাটা ঋণ নিয়ে তিনি কার নেশন অটো সংস্থা টি খোলেন ২০১৫ সালে ওই ঋণ এনপিএ বলে ঘোষিত হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...