বলিউড সূত্রে জানা যাচ্ছে এস এস রাজামৌলীর পরিচালনা তে মহেশ বাবুর সঙ্গে যে ছবি করছেন প্রিয়াঙ্কা চোপড়া ,তাতে তাকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে ।তার পাশাপাশি খলনায়কের চরিত্রে থাকছেন জন আব্রাহাম ।ইতিমধ্যে হায়দ্রাবাদে বড় বাজেটে এই একশান ওরিয়েন্টেড ছবির শুটিং শুরু হয়েছে ।আপাতত তার ভাই সিদ্ধার্থ চোপড়া বিয়ে তে তিনি ব্যস্ত সঙ্গে রয়েছে তার মেয়ে মালতি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...