প্রিয়াঙ্কা কি পারবে কংগ্রেসের শক্তি বৃদ্ধি করতে

আগামী ২০২৪ শালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা তে দলীয় শক্তি বৃদ্ধির উপলক্ষে ওই রাজ্য সফরে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, বলেন জানান ত্রিপুরা প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা ।প্রিয়াঙ্কার সফরের সময় বড় জমায়েত করার লক্ষ্যে আগরতলা তে কংগ্রেস ভবনে শাঁখা সংগঠন গুলির সঙ্গে বৈঠক করেছে প্রদেশ সভাপতি ।