প্লেব্যাক শিল্পী মোহাম্মদ আজিজ প্রয়াত

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  মুম্বাইয়ের  নানাবতি  হাসপাতালে  হৃদরোগে  আক্রান্ত  হয়ে মারা গেলেন ৬৪ বছর  বয়েসী শিল্পী  মোহাম্মদ  আজিজ ।এই শিল্পীর  ফিল্মে ডেব্যু  হয়েছিল বাংলা  সিনেমা “জ্যোতি”  দিয়ে । তিন দশকের  বেশি  সময় ধরে এই শিল্পী বাংলা ,হিন্দি এবং ওড়িয়া  ছবিতে  ২০ হাজারের  ও বেশি গান  রেকর্ড  করেছেন ,তার  ক্যারিয়ারে  মাইল ফলক  গান  হলো “মাই  নেম  ইস  লক্ষণ ” এবং “আপ  কে আজানে  সে ” ।