পয়লা ফেব্রুয়ারী অন্তর্বতী বাজেট মধ্যেবিত্ত দের আয়করের সুরাহা দিতে পারে কি ?

পয়লা ফেব্রুয়ারী অন্তর্বতী বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভা তে ।সূত্রের খবর মধ্যবিত্ত ও বেতন ভোগী মানুষের ভোট পেতে আয়কর কাঠামোর সামান্য বদল হতে পারে ।ইঙ্গিত আয়কর ছাড় সর্বনিম্ন ২.৫ লক্ষ্য থেকে বেড়ে ৩ লক্ষ্য হতে পারে এবং ৫.৫ লক্ষ্য টাকা অব্দি আয়ে কর দিতে হবেনা ।নতুন এবং পুরাতন দুই কর কাঠামোতে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেরে ৬০ হাজার হবে ।