ফের উড়ান ভরতে তৈরি জেট এয়ারওয়েজ

নতুন ভাবে পরিষেবা শুরু পথে আরো এক ধাপ এগোলো জেট এয়ারওয়েজ ,স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পেলো নিরাপত্তার ছাড়পত্র ।২০১৯ সালের ১৭ এপ্রিল শেষ উড়ানটি ওড়ার পরে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিলো সংস্থাটির ,এর পরে সেটি হাতে নিয়েছে জালান -কার্ল রকের যৌথ সংস্থা ।