বড় দিনে ভয়াবহ হামলা চালালো রাশিয়া ইউক্রেনে

গতকাল ইউক্রেনের শক্তি বিষয়ক মন্ত্রী গালুশ চেঙ্কো বলেন বড় দিনে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া । তিনি জানান বুধবার খারকিভ ও কৃভরি বসতি এলাকা তে অন্তত ৭০ টি ক্ষেপণাস্ত্র ও ১০০ খানেক ড্রোন এই দিন আছড়ে পরে ।