গতকাল ইউক্রেনের শক্তি বিষয়ক মন্ত্রী গালুশ চেঙ্কো বলেন বড় দিনে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া । তিনি জানান বুধবার খারকিভ ও কৃভরি বসতি এলাকা তে অন্তত ৭০ টি ক্ষেপণাস্ত্র ও ১০০ খানেক ড্রোন এই দিন আছড়ে পরে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...