বাংলাদেশ থেকে পাঠ ও পাঠ জাতীয় পণ্যের নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র

দেশের সমস্থ স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কাঁচা পাঠ ও পাঠ জাতীয় পণ্যের বন্ধের নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার ।শনিবার থেকে তা কার্যকর হয়েছে ,এর ফলে জানা গেলো দেশের বৃহ্হত্তম স্থলবন্দর পেট্রাপোলের অর্থনীতি তে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।পাশাপাশি কাঁচা পাঠ না এলে সমস্যা তে পড়বে এই দেশ ও রাজ্যের চটকল গুলি ।