বাজারে আইপি ও আনছে ২৮টি সংস্থা

চলতি বছরের এপ্রিল-জুলাই য়ে দেশের ২৮ টি সংস্থা প্রথম শেয়ার ছাড়ার জন্য সেবির ছাড় পেয়েছে ।তাদের তোলার কথা ৪৫০০০ কোটি টাকা । এই পর্যন্ত যে আইপিও এসেছে ,তার সিংহ ভাগ টাকা ২০,৫৫৭ কোটি গিয়েছে এলআইসির ঘরে ।সেবির হিসাব বলছে গত বছরের ৫২ টি সংস্থার অর্থ উঠেছিল ১.১১ কোটি টাকা ,আর এই বছরের মে মাসের পরে নতুন কোনো শেয়ার আসেনি ।