আজকে ন্যাশনাল গ্রিন ট্রাবুনাল বাতাসের গুণগত মানের অবনতি রোধে দিল্লি ও দেশের অন্য শহরে সব
ধরণের বাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করলো ।ট্রাইবুনাল বলেন করোনা ভাইরাস মহামারী আবহাওয়া তে দিল্লি সহ দেশের যে সব শহর ও নগরের বাতাসের গুণমান খারাপ সেই খানে বাজি বিক্রি ফাটানোর উপর নিষেধাজ্ঞা থাকবে । নিউ ইয়ার এবং ক্রিসমাসের সময় রাতের ১১:৫৫ মিনিট থেকে ১২ অব্দি গ্রিন ক্র্যাকার ব্যবহার করা যাবে যেই শহরে বাজির গুণমান মাঝারি অথবা ভালো ।