বাতিক্রমে দৃষ্টান্ত রাখলো সাউথ ওয়েস্টার্ন রেল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :সাউথ ওয়েস্টার্ন  রেল  বেঙ্গালুরু স্টেশনে  একটি এস্কালেটরের উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সংসদের হাতে কিন্তু  কোনো কারণে সেটি বাতিল হয়ে যাওয়ার পরে রেল  কর্তৃপক্ষ ওই স্টেশনের এক নির্মাণকারী মহিলা কর্মী  ও তার ১০ বছরের মেয়েকে দিয়ে এস্কালেটরের  ফিতে কাটার সিদ্ধান্ত  নেয় ।সমর হালঙ্কার  নামক এক সাংবাদিক টুইটে  সেই ছবি শেয়ার  করেন ,তাতে দেখা যাচ্ছে ছোট মেয়েটি  হাসতে  হাসতে  ফিতে কাটছেন এবং তার পাশে দাঁড়িয়ে আছে  তার শ্রমিক মা ,ছবিটি নেটিজেন দের  প্রশংসা  কুড়িয়েছে  বোঝা  যাচ্ছে দেশ বদলাচ্ছে ।