খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাকিস্তানের বালুচিস্তানে বৃহস্পতিবার বাস থেকে টেনে নামিয়ে ১৪ জন কে গুলি করে খুন করলো বালুচিস্থানের এক জঙ্গি গোষ্ঠী ।বালুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র সচিব বলেন অন্তত ২৪ জন জঙ্গি আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার করে উর্দি পরে হাজির হন মাকড়ান উপকূল বর্তী হাইওয়ে তে ওই বাসে ।বন্দর শহর গদর থেকে করাচি পর্যন্ত যাতায়াত করছিলো ওই বাস গুলি ,জায়গাটি ওরমার কাছে নির্জন ,ফলে হত্যা করে পালিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি আততায়ীদের ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...