খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুলু জেলাতে ৬০ জন সবারি নিয়ে একটি যাত্রী বাহি বাস খাদে পরে যায় । সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা উদ্ধার কার্যে হাত লাগায় । তার পরে চলে আসে সরকারি উদ্ধার বাহিনী এম্বুলেন্স এবং পুলিশ । এখনো সেইখানে উদ্ধার কাজ চলছে ,আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ,কুলুর পুলিশ সুপার জানান ঘটনা স্থলে ১৫ জন এবং হাসপাতালে ১০ জন মারা যায় । আহত হয়েছেন ৩৫ জন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...