বিএসএফ এর ২ জওয়ান মৃত

ত্রিপুরায় বিএসএফের  দুই জওয়ান  জঙ্গি হামলায় মারা গেছেন। মঙ্গলবার   সকালে ধোলাই জেলায় হটাৎ জঙ্গিরা জওয়ানদের আক্রমন করে।তারাও পাল্টা জবাব দেন।   তারা তখন সীমান্তে টহল দিচ্ছিলেন । গুলিতে ১ এস আই  ও ১ জওয়ানের  মৃত্যু হয়। জঙ্গিরা পালানোর সময় কিছু অস্ত্র নিয়ে পালায়।  তাদের খোঁজে তল্লাশি করা হচ্ছে।