বিচ্ছেদ হয়ে গেলো অভিনেতা অর্জুন রামপালের

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দীর্ঘ ২০ বছরের দাম্পত্য  জীবনে ইতি টানলেন  অর্জুন রামপাল  ও মেহের জেসিকা  আইনি  পথে । বহুদিন ধরেই  তারা আলাদা  থাকতেন তারা  উভয়েই  মিউচুয়াল  কনসেন্ট য়ে  ডিভোর্স  ফাইল  করেছিলেন । মুম্বইয়ের আদালত সেই  বিচ্ছেদে  মঞ্জুরি দেন । অর্জুনের দুই মেয়ে  মাহিকা  ও মাইরা  কে ওদের মায়ের সাথে থাকার অনুমতি দিয়েছে আদালত ।উল্লেখ্য গত জুলাই মাসে অর্জুনের এক পুত্র সন্তান হয় অরিক ।