বিজেপি ও অজিত পাওয়ারের সরকার ৩০ সে নভেম্বর হিসাব মেলাতে পারবেন তো

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ সকাল সকাল  বিজেপি  নেতা দেবেন্দ্র  ফোরণবীশ  মুখ্যমন্ত্রী পদে ও  বিদ্রোহী এনসিপি নেতা  অজিত পাওয়ার  উপমুখ্যমন্ত্রী  পদে  শপথ নিলেও ,আগামী ৩০ সে  নভেম্বর  মহারাষ্ট্র  বিধানসভায় তাদের সংখ্যা  গরিষ্ঠতা  প্রমান  করতে হবে । বিজেপি নিজের ১০৫টি আসন ছাড়াও  শারদ পাওয়ারের এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে  অজিত কজন কে নিয়ে আসতে  পারেন তার দলে  এটাই এখন দেখার । তবে অজিত দাবি করেছেন তিনি ম্যাজিক  ফিগার  ছুঁয়ে  দেখাবেন ।