আন্তর্জাতিক বাজারে ভারতের চার ও দুই চাকার বানিজ্যিক গাড়ি চাহিদা বেড়েছে বলে জানান গাড়ি সংস্থার সর্বোচ্চ সংগঠন সিয়াম । সিআমের দাবি তার ফলে ২০২৫ সাল থেকে ভারতের গাড়ি রফতানি ২৪% বেড়েছে । সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর বিদেশে রফতানি হয়েছে ৬৩ লক্ষ্য ২৫,২১১ টি গাড়ি । যা ২০২৪ সালে ছিল ৫০ লক্ষ্য ৯৮ হাজার ৪৭৪ টি ।
বিদেশে বানিজ্যিক গাড়ি রফতানি তে ভারতের সাফল্য
On: Monday, January 19, 2026 10:00 AM





