বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ জনতার

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  পাঞ্জাবে  ইউনিট  প্রতি  বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে তুলকালাম ঘটলো । পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ দেখান আম  আদমি পার্টির কয়েকশো  কর্মী  সেইখানে  তাদের সাথে খন্ডযুদ্ধ বাঁধে  পুলিশের । পরিস্থিতি  নিয়ন্ত্রণের বাইরে চলে  যাওয়াতে জল কামান দাগতে  হয় পাঞ্জাব  পুলিশ কে আটক করা হয় আপ নেতা ভগবান মান  কে ।উল্লেখ্য গতবছর মে  মাসে  ১৯১-২০ অর্থবর্ষে বিদ্যুতের দাম  ২.১৮% বৃদ্ধি করে পাঞ্জাব বিদ্যুৎ পর্ষদ  এই নিয়ে আপ আন্দোলন করে আসছিলো ।