খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এক সাংবাদিক সম্মেলনে রজনীকান্ত ঘোষণা করেন গত ১৮ এপ্রিল তামিল নাডুতে যে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে ,তাতে যদি এআইএ ডিএমকে সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে পুনর্নির্বাচনের একটি সম্ভাবনা জোরালো হবে । সেক্ষেত্রে ভোট যুদ্বে নামতে রজনীকান্ত রাজি । তিনি বলেন পরবর্তী বিধানসভা নির্বাচন রাজ্যে যখন ই হোক না কেনো আমি সেই নির্বাচনে লড়তে প্রস্তুত কারণ আমি কখনোই আমার অনুগামীদের হতাশ হতে দেব না ।