মমতা ব্যানার্জি আনুষ্ঠানিক বিরোধী বৈঠকের আগেই ঘরোয়া আলোচনা তে বিজেপি -বিরোধী রণ নীতি গড়েতোলার কাজ শুরু করলেন একের বিরুদ্ধে এক প্রার্থী এই মত নিয়ে ।অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশের প্রশ্নেকংগ্রেস সহ বিরোধী রা তার পাশে না থাকলে বিরোধী বৈঠক থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছেন ।আজ নীতীশের বাস ভবনে এ বিজেপি দল গুলির শীর্ষ বৈঠক বসবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...