বিরোধী ১৯ দলের জোট রাজ্য সভায়

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ  এই  প্রথম  ১৯টি  বিরোধী  দল ঐক্যবদ্ধ  ভাবে , নির্বাচনী  সংস্কার ,  ব্যালটকে   ফেরানো  নিয়ে  রাজ্য  সভায়  সল্প  মেয়াদী   আলোচনার  জন্য  যৌথভাবে  নোটিস  দিয়েছে  রাজ্য  সভার  চেয়ার  ম্যানকে।  তৃণমূল  নেতা  ডেরেক  ওব্রায়েন  বলেন  মমতা  বন্দ্যোপাধ্যায়   এর  নেওয়া  উদ্যোগের  জন্যই  এই  অসম্ভব  সম্ভব  হয়েছে।