ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রকসংস্থা এম এইচ আর এ তরফে জানানো হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে ৯৫%
সক্ষম এই টিকা টি ব্যবহারের জন্য নিরাপদ । বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্ত রাজ্য ফাইজার /বায়ওএনটেকের করোনা ভাইরাস টিকার অনুমোদন দিয়েছে বরিস জনসন সরকার । আগামী কয়েকদিনের মধ্যে সো থেকে বেশি ঝুঁকি তে থাকা মানুষ জনের উপরে এর প্রয়োগ করা হবে । জানা গিয়েছে খুব শিগ্রই ৪ কোটি টিকার চাহিদার মধ্যে ১ কোটি ডোজ তৈরি করা হবে জন প্রতি দুটি করে ডোজ দেওয়া হবে ।