বেইজিং -ক্যানাডা থেকে আশা পণ্যের উপর নতুন করে শুল্ক চাপালো ।সেই দেশ থেকে আশা কিছু কৃষি পণ্যের উপর ১০০% শুল্ক বসিয়েছে বেইজিং ।উল্লেখ্য গত অক্টোবরে চীনা বৈদ্যুতিক গাড়ি ,ইস্পাত ও এলুমিনিয়ামের উপর শুল্ক চাপিয়েছিলো|ক্যানাডা ।আমেরিকার সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক যুদ্ধের আবহাওয়া তে ক্যানাডা ও চীনের শুল্ক যুদ্ধ তাতপর্য্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...