বিশ্বে শুরু হয়ে গেলো নতুন শুল্ক যুদ্ধ

বেইজিং -ক্যানাডা থেকে আশা পণ্যের উপর নতুন করে শুল্ক চাপালো ।সেই দেশ থেকে আশা কিছু কৃষি পণ্যের উপর ১০০% শুল্ক বসিয়েছে বেইজিং ।উল্লেখ্য গত অক্টোবরে চীনা বৈদ্যুতিক গাড়ি ,ইস্পাত ও এলুমিনিয়ামের উপর শুল্ক চাপিয়েছিলো|ক্যানাডা ।আমেরিকার সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক যুদ্ধের আবহাওয়া তে ক্যানাডা ও চীনের শুল্ক যুদ্ধ তাতপর্য্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।