খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার বিহারের পাটনা তে গঙ্গাবক্ষে দুটি লঞ্চের মুখোমুখি ধাক্কা তে মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের । সূত্রের খবর এই দিনে বিহারের বেশ কিছু এলাকা কুয়াশা চন্ন থাকার ফলে ৩০ জনের বেশি শ্রমিক ভর্তি দুটি নৌকা মুখোমুখো সংঘর্ষ হয় । তার মধ্যে থাকা সমস্ত শ্রমিক জলে পরে যায় তাদের মধ্যেই সাঁতার কেটে নদীপাড়ে পোঁছাতে সক্ষম হলেও ১২ জনের মৃত্যু ঘটে । শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজনের মৃত দেহের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ ।