বিহারের প্রথম দফা তে বিপুল ভোট চিন্তায় রাখছে সব রাজনৈতিক দল কে

১২১ টি কেন্দ্রে ৬৪.৬৯% ভোট পড়া কে ঐতিহাসিক বলে বিষশ্লেষণ করেছেন নির্বাচন কমিশন । পরিসংখ্যান বলছে ২০২০ শালের নির্বাচনে ,গতকালের হওয়া ১২১ টি কেন্দ্রে ভোট পড়েছিল,২০,০৭,০৯,২১৯ টি ভোট । সেই খানে ওই ১২১ টি কেন্দ্রেই ২০২৫ সালে পড়েছে ২,৪২,৬৭,৩৫০। ব্যবধান প্রায় ৩৫ লক্ষ্য ৫৮ হাজার ৫১৫ তো ভোটের ।অর্থাৎ বিধানসভা প্রতি ভোট বেশি পড়েছে ২৯,৪০৬ টি ।