বিহারে জেতা ম্যাচ হারতে চলেছে কংগ্রেস

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডি জোটের শরিক কংগ্রেস ও আর জে ডি র মধ্যে বিবাদ অব্যাহত । বিহার কংগ্রেসের এক নেতা বলেন আর জে ডির সঙ্গে বোঝাপড়া না করে আমাদের প্রদেশ কংগ্রেসের কিছু নেতা নিজেদের ছেলেদের প্রার্থী করে জেতাতে ব্যস্ত । তার ফলে হরিয়ানার মত প্রবল সরকার বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও কিছু কংগ্রেস নেতা বিজেপির হারা ম্যাচ জেতাতে ব্যস্ত ।উদহারণ স্বরূপ বলা যেতে পারে জোটের অন্যতম শরিক ঝাড়খন্ড মুক্তি মোর্চা নিজেরাই ছয়টা আসনে একক ভাবে প্রার্থী দিচ্ছে ।