খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আর জে ডি র সঙ্গে বাম ও কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত হল। এবার বিহার ভোটে আর জে ডি ১৪৪টি, কংগ্রেস ৭০ টি ,সি পি আই (এম এল )১৯ টি, সি পি আই ৬টি,সি পি এম ৪ টি আসনে লড়বে। মহাজোটের মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়। ২৮ শে অক্টোবর ৭১ টি আসনে প্রথম দফার নির্বাচন হবে। এর জন্য ৮ ই অক্টোবর মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...