বিহারে মদ পাচারের করিডর

বিহারে নীতিশ কুমার ক্ষমতায় আসার পর  রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কালোবাজারে প্রচুর মদ পাওয়া যায়। আসল দামের থেকে টাকা বেশি দিলেই সমস্ত রকম মদ মিলবে। প্রতিবেশী দেশ নেপাল ও পাশের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ও মদ ঢোকে। শিলিগুড়ি  মদ পাচারের করিডর হয়ে দাঁড়িয়েছে। উত্তর-পূর্ব ভারতে  মদের  যা দাম তার থেকে ৮ থেকে ১০ গুন বেশি দামে বিহারে মদ বিক্রি হচ্ছে। এজন্য বিহারে মদ বেশি পাচার হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন বিহার সীমান্তের গ্রামগুলি থেকে ভেজাল মদ বিহারে যাচ্ছে।