বিহারের ভোটার তালিকা তে এখন অব্দি ৩৫ লক্ষ্য ভোটার কে চিন্নিত করা হয়েছে । যাদের নাম বাদ পড়তে চলেছে বলে জানালো নির্বাচন কমিশন । তাদের মধ্যে কেউ মৃত ,না হয় কেউ স্থানীয় ভাবে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে ।কিছু ব্যক্তির নাম আবার তালিকা তে দুই বার রয়ে গিয়েছে । কমিশন জানাচ্ছে মোট ভোটারের ৮৮.১৮% ফর্ম কমিশনের ঘরে জমা পড়েছে ।