বিহার বিধানসভা নির্বাচন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিহার বিধানসভা নির্বাচনের ভোট তিনটি পর্যায়ে হবে। প্রথম দফায়  ভোট হবে ২৮শে  অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভোট হবে যথাক্রমে  ৩রা ও ৭ই নভেম্বর ২০২০।ভোট গোনা হবে ১০ই নভেম্বর। এই ভোটে ২৪৩ জন এম  এল এ নির্বাচিত হবেন। সরকার গঠন করতে কমপক্ষে ১২২  জনের  সমর্থন দরকার। প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় দফায় যথাক্রমে ৭১,৯৪এবং ৭৮ টি আসনে ভোট নেওয়া  হবে।