খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিহার বিধানসভা নির্বাচনের ভোট তিনটি পর্যায়ে হবে। প্রথম দফায় ভোট হবে ২৮শে অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভোট হবে যথাক্রমে ৩রা ও ৭ই নভেম্বর ২০২০।ভোট গোনা হবে ১০ই নভেম্বর। এই ভোটে ২৪৩ জন এম এল এ নির্বাচিত হবেন। সরকার গঠন করতে কমপক্ষে ১২২ জনের সমর্থন দরকার। প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় দফায় যথাক্রমে ৭১,৯৪এবং ৭৮ টি আসনে ভোট নেওয়া হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...