বিহার বিধান সভা নির্বাচন ২০২০

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২৪৩ সিট  যুক্ত  বিহার বিধান সভার নির্বাচন  শুরু হবে ২৮ অক্টোবর  এবং শেষ হবে ৭ নভেম্বর  ২০২০।রেজাল্ট  আসবে  ১০ নভেম্বর ২০২০।এই ইলেকশনের  প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল  হলো ন্যাশনাল ডেমোক্র্যাটিক আলিয়ান্স  এবং অপরটি হলো ইউনাইটেড  প্রোগ্রেসিভ এলিয়ান্স ।এনডিএ  জোটে রয়েছেন বিজেপি ,জেডিইউ  এবং এলজিপি ।অপরদিকে ইউপিএ  জোটে আছে আরজেডি ,কংগ্রেস  এবং  বামপন্থী দল  সমূহ ।