বিয়ের জন্য নিউ ইয়র্কে বাড়ি কিনছেন রণবীর এবং আলিয়া

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :  বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের  সম্পর্ক  নিয়ে উৎসাহের  কমতি নেই তাদের ভক্তদের , বেশ কিছু  দিন  ধরে এই ” রালিয়া ” জুটি কে একসঙ্গে দেখে খুশি তে ডগমগ  ভক্ত রা ,সম্প্রতি ব্রহ্মাস্ত্র ছবির লোগো  উদ্বোধনে কুম্ভ মেলায় পুজো  থেকে গঙ্গা আরতি সব কিছুতেই  দেখা গিয়েছিলো এই রালিয়া জুটি কে ,মুম্বাই মিরর সূত্রের খবর এপ্রিলেই  বিয়ে করতে চলেছেন  সেই সূত্রে নিউইয়র্কে  ৩-৪ জনের  থাকার মত  একটি ছোট বাড়ি কিনতে চলেছেন তারা ,এই  কাজে  ব্যস্ত  আছেন রণবীরের মা  নিতু সিংহ|