নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের বলিউড শিল্পী দীপিকা পাডুকোন এবং রণবীর সিংহের বয়ে নিয়ে সারা বিশ্ব তোলপাড় । ইটালির লেক কোমো সেজে উঠেছে এদের বিয়ের আসর নিয়ে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর । তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে এই জুটি বিয়ের পর পরেই ১৮ তারিক ইটালি থেকে ভারতে আসতে চলেছেন তাদের পর পর রিসেপশন পার্টি এটেন্ড করার জন্য । প্রথমটি হবে বেঙ্গালুরু তে এবং দ্বিতীয় টি হবে মুম্বাইয়ের গ্রান্ড হায়াত হোটেলে বলিউডি রিসেপশন পার্টি ।