বৃহস্পতিবার কংগ্রেস নেতা খাড়গের ডাকা নৈশভোজ এড়ালেন মমতা দিল্লিতে উপস্থিত থেকে

বৃহস্পতিবার রাতে সম্মিলিত বিরোধীদের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী মার্গারেট আলবার সম্মানে সংসদের লাইব্রেরি ভবনে,একটি নৈশ ভোজের আয়োজন করেছিল রাজ্য সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ।সেইখানে উপস্থিত ছিলেন সোনিয়া ,রাহুল,শারদ পাওয়ার,টি আর বালু সহ ১৫ টি বিরোধী দলের নেতৃবৃন্দ একমাত্র বিরোধী তৃণমূল কংগ্রেস । যদিও মমতা সামান্য দূরে
সাউথ এভিনিউ তে তখন উপস্থিত ছিলেন ।