খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিপিআই প্রার্থী ছাত্র নেতা কানহাইয়া কুমার অনেক আশা জাগিয়ে দাড়িয়েছিলেন বেগু সরাই লোকসভা কেন্দ্রে । কিন্তু তিনি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে প্রায় ৪ লক্ষ ভোটে হারলেন । জেএনইউ ছাত্র নেতা থাকা কালীন কানহাইয়া কুমার বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছিলেন দেশের । তাকে নিয়ে অনেক আশা তৈরী হয়েছিল বাম শিবিরে কিন্তু মাত্র ২২% ভোট পেয়ে তিনি গিরিরাজের কাজে পর্যদুস্ত হন।