বেতন না দিয়েই কর্মীদের ছুটিতে পাঠাচ্ছে গো এয়ার বিমান সংস্থা

 

খবরঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  গো  এয়ার বিমান সংস্থা  বেতন না দিয়েই কর্মীদের ছুটিতে  পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ । কর্মচারীদের এই ব্যাপারে একটি মেইল  পাঠানো হয়েছে তাতেই জানানো  হয়েছে ৩ মে  অব্দি তাদের ছুটি দেয়া হয়েছে এবং এই সময়ে তারা কোনো বেতন পাবেন না ।সংস্থার খরচ বাঁচাতে  এই সিদ্ধান্ত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে  এই  খবরটি প্রকাশিত হয়েছে ,সংবাদমাধ্যম জানিয়েছে কর্মীদের পাঠানো  প্রতিলিপি তাদের কাছে আছে ,প্রধানমন্ত্রীর আবেদন  উপেক্ষা করেই এই সিদ্ধান্ত ।