বেসরকারি হাতে টিকাকরণ গেলে কালোবাজারি হওয়ার আশঙ্কা করছে চিকিৎসক মহল

ভারতের চিকিৎসক শিবিরে একাংশের আশঙ্কা বেসরকারি হাতে টিকা করণের ব্যাপার গেলে কালোবাজারি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে । এই আশঙ্কা তে টিকাকরণের রাশ বহু দেশের সরকার নিজেদের হাতে রেখেছে ।ভারত থেকে প্রতিষেধক কিনেঅস্ট্রেলিয়া সরকার তাদের বাসিন্দা দের মেডিক্যাল কার্ডের মাধ্যমে ভ্যাকসিনেশন করছে ।একই অবস্থান নিয়েছেন ইউরোপিয়ান উনিয়নেরঅন্তর্ভুক্ত দেশ ,ক্যানাডা ,আমেরিকা এবং ব্রাজিল সরকার ও ।